বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের ৪উপজেলায় শান্তিপূর্ন ভোট অনুষ্ঠিত

Upjalaদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর, ঘোড়াঘাট, বীরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলায় শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।

ঘোড়াঘাট

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী (টেলিফোন প্রতীক) ২৪ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশা (মটর সাইকেল প্রতীক) পেয়েছেন ২০  হাজার ৬১০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলমগীর হোসেন (উড়ো জাহাজ প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৩৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ সমর্থিত মোঃ মাহফুজার রহমান প্রভাষক (চশমা প্রতীক) পেয়েছেন ১৫ হাজার ২৩৩টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত রুশিনা সরেন (প্রজাপতি প্রতীক) ২৭ হাজার ২৫৪ ভোট পেয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দী পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ মহিলা সভা নেত্রী মোছা মাজেদা বেগম (কলস প্রতীক) ১১ হাজার ৮০৯ ভোট।

বীরগঞ্জ

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ৫১০৩৫ ভোট পেয়ে আওয়ামীলীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আমিনুল ইসলাম (ঘোড়া) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান ডাঃ কে.এম কুতুব উদ্দীন (দোয়াত কলম) পেয়েছেন ৩২৫৩০ভোট ।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী কেএম কাওছার (টিউবওয়েল) ৫৭,৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের গোপালচন্দ্র দেবশর্মা (চশমা) ভোট পেয়েছেন ৪৩,২১৩।

মহিলা ভাইস চেয়ারম্যান পদেপৌর কাউন্সিলর ও বিএনপি’র সেলিনা আকতার (কলস) ৬৬,৯৮৪  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের অনিতা রায় (হাঁস) ভোট পেয়েছেন ৫১,৪৬২।

চিরিরবন্দর

চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান পদে ১৯ দলের সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সুরা সদস্য আফতাবউদ্দিন মোল্লা (দোয়াত কলম) ৬৬০৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক (আনারস) পেয়েছেন ৫৯৮২৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন পুরুষ ভাইস্ চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. নুর আলম সরকার দুলু (চশমা) এবং মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তরুবালা রায় (কলস)।

বিরামপুর

বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পারভেজ কবির (ঘোড়া মার্কা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেণ জামায়াত সমর্থিত মুহাঃ এনামুল হক (কাপ পিরিচ মার্কা)।

Spread the love