শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ৪টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু

বৃহস্পতিবার থেকে দিনাজপুরের ৪টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ দিনাজপুর জেলার ৪টি উপজেলা দিনাজপুর সদর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের এই হালনাগাদ কার্যক্রম ২৪ মে পর্যন্ত চলবে।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, বাড়ী-বাড়ী গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করবেন। সংশ্লিষ্ট উপজেলার রেজিষ্ট্রেশন কেন্দ্রে ভোটারের ছবি তোলার কার্যক্রম চলবে ২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত। তিনি জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সরাসরি তদারকি করবেন।

Spread the love