শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ৬টি ইউনিয়নে নানামুখী কর্মকাণ্ড শুরু

প্রবীণ ব্যক্তিদের সামাজিকভাবে মর্যাদার সাথে বেচে থাকার লক্ষ্যে দিনাজপুর জেলার ৩টি উপজেলায় ৬টি ইউনিয়নে নাগরিক উদ্যোগের মাধ্যমে অধিকার ও দাবী সুরক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে বেসরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহি’র আয়োজনে নাগরিক উদ্যোগের মাধ্যমে প্রবীণদের অধিকার ও দাবী নিশ্চিত করণে সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি মোকাদ্দাস হুসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। ইউরোপীয় কমিশনের অর্থায়নে ও হেল্প এ্যাজ ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংস্থা বহুব্রীহি দিনাজপুর জেলার ৩টি উপজেলা দিনাজপুর সদরের শেখপুরা ও সুন্দরবন ইউনিয়ন, ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ও খয়েরবাড়ী ইউনিয়ন এবং বিরামপুর উপজেলার খানপুর ও পলিপ্রয়াগপুর ইউনিয়নে প্রবীণদের অধিকার সুরক্ষায় ৩ বছর মেয়াদী কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। সুশীল সমাজের মাধ্যমে সমাজের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া প্রবীণদের মর্যাদা রক্ষায় নেয়া হবে নানা কর্মসূচী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মোজাফ্ফর হোসেন চৌধুরী, আইয়ুব আলী সরকার, ইয়াকুব আলী ও ফরিদুল ইসলাম, প্রবীণ ব্যক্তি সিরাজুল ইসলাম চৌধুরী, হাজী শামসুল হক ও দেবল কুমার সরকার, সাংবাদিক সালাহউদ্দীন আহমেদ, মোর্শেদুর রহমান ও আনোয়ারুল ইসলাম বাবু এবং উন্নয়ন সংস্থার সংগঠক উম্মে নেহার ও মোজাফ্ফর হোসেন। বক্তারা প্রবীণদের সিনিয়র সিটিজেন ঘোষনা করে তাদের মর্যাদা বাড়ানোর মাধ্যমে বার্ধক্যের জীবনকে আনন্দময় করার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

Spread the love