শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অর্জন যেন আমরা নষ্ট না করি তাঁর অর্জনকে ধরে রাখতে হবে সঠিক পথে, নিজেকে সমর্পন করে, তবেই শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা লাভ করবে। ৩১ অক্টোবর শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার হলরুমে আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. পিপি মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল্লাহ আবু, আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোকলেছুর রহমান বাদল, আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এ্যাড. মোঃ নজীবউল্লাহ হিরু, কেন্দ্রীয় সদস্য এ্যাড. শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. রেজাউল করিম মন্টু প্রমুখ। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. মোঃ হাসনে ইমাম নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. সরদার মোশাররফ হোসেন, এ্যাড. আমিনুল ইসলাম পুতুল, এ্যাড. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী, এ্যাড. মেহেরুল ইসলাম। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এ্যাড. শাহ মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণ করেন আওয়ামী আইনজীবী পরিষদের জেলা নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী আইন ছাত্রপরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোকছেদুর রহমান শাহজাদা ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আব্দুল্লাহ আবু কে ফুলের তোড়া দিয়ে শু্ভেচ্ছা জানান।Advoket

দ্বিতীয় সেশনে আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাড. পিপি হামিদুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ নুরুজ্জামান জাহানী এবং সাধারণ সম্পাদক পদে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মঞ্জুর আহমেদ রুবেল, এ্যাড. শ্রী শৈলেন কান্তি রায়, এ্যাড. মোহাম্মদ তোহা, এ্যাড. সারোয়ার আহমেদ বাবু ও এ্যাড. মোঃ সামসুর রহমান পারভেজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলর রয়েছেন ১৪৪ জন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলে ভোট গ্রহণে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অধিবেশনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

 

ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে সভাপতি হয়েছেন এ্যাডভোকেট হমিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন এ্যাড. শ্রী শৈলেন কান্তি রায়।

৩১ অক্টোবর শনিবার আওয়ামী আইজীবী পরিষদ দিনাজপুর জেলা ত্রি বার্ষিক সম্মেলনে ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি এ্যাডঃ পিপি মোঃ হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. শ্রী শৈলেন কান্তি রায়।

Spread the love