শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও ভ্রামমান প্রচারনা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উযদাপন উপলক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে এবং ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা সারা শহরে ভ্রামমান প্রচারনা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সুজন সরকার ও সনাকের সভাপতি আব্দুল জলিল। ভ্রাম্যমান র‌্যালীতে বক্তব্য রাখেন জেলা তথ্য অথিকার আইন বাস্তাবায়ন কমিটির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সামিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ হোসেন, তামজিদা পারভিন সিমা, মোসাদ্দেকুল ইসলাম মুকুল, মুকিদ হায়দার মোঃ আস্তারুল আলম, মোঃ শাহাজাহান আলী, রাবেয়া খাতুন রানু, মামুনুর রহমান, অনামিকা পান্ডে, বাবলী আক্তার, পিংকি, জুবলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বুনু বিশ^াস, বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা আঞ্জুমান বানু। সার্বিখ তত্ত্বাবধায়নে ছিলেন রিচার্স ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মালিক জনগণ চাইলে তথ্য দিতে বাধ্য কর্মকর্তগণ। সভার জানা প্রয়োজন তথ্য পেতে ৬টি করণীয় সম্পর্কে জানা দরকার। তা হলোঃ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পেলে কর্মকর্তাকে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হবে। ২০ কার্যদিবসের মধ্যে তথ্য না দিলে তার উর্ধতন কর্মকর্তার কাছে আপিল করতে হবে। আপিল কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। আপিল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না দিলে তথ্য কমিশন বরাবর অভিযোগ দায়ের করতে হবে। তথ্য কমিশন সুনানীর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি হবে।

Spread the love