শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

দিনাজপুর প্রতিনিধি : ঈদের প্রধান জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় এ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলা শহর ও এর আশপাশের এলাকার ৪০টির অধিক ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ শামসুল হক কাসেমী।

অপরদিকে সকাল সাড়ে ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন স্টেশন রোড আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওঃ মোক্তার আহমেদ।

ঈদের প্রধান জামাতে গোর-এ-শহীদ ইদগাহ মাঠে ৩০ হাজারের অধিক মুসলিস্ন ঈদের নামাজ আদায় করবেন। এ মাঠে নামাজ আদায় করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিচারপতি এম এনায়েতুর রহিম, জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, পুলিশ সুপার মোঃ রম্নহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

এ ছাড়া দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, পশ্চিম বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, সুইহারী ঈধগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ঈদগাহবস্তি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, শিকদারগঞ্জ ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে সংশিস্নষ্ট ঈদগাহ মাঠ কমিটি কর্তৃপক্ষ জানান, আবহাওয়া খারাপ থাকলে সংশ্লিষ্ট এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।

এ দিকে দিনাজপুর শহরের বাইরে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, নশিপুর ঈদগাহ মাঠে। এছাড়া প্রতিটি গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে খুৎবার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শামিত্ম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হবে।

Spread the love