শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে উচ্চতর গনিত পরীক্ষায় কড়া গার্ড দেয়ায় বেঞ্চ ভাংচুর

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে উচ্চতর গনিত বিষয়ে কড়া গার্ড দেয়ায় বেঞ্চ ভাংচুর করেছে জিলা স্কুলের ছাত্ররা ।  পরে ২ ছাত্রকে আটক করেছে  পুলিশ ।

রোববার  দুপুর ১ টার দিকে ভাংচুরের ঘটনা ঘটে ।

আটককৃত  ছাত্রের নাম আলী আলমাস ধ্রম্নব (১৬)  ও ফয়সাল আহমেদ সরকার( ১৭)  তারা দুই জনই দিনাজপুর জেলা স্কুলের ছাত্র ।

দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর ভট্টাচার্য্য জানান , জিলা স্কুলে ছাত্ররা আমার স্কুলে কেন্দ্র হওয়ায় তারা পরীক্ষায় অংশ গ্রহন করে । উচ্চতর গনিত বিষয়ে সময় শেষ হওয়ায় শিক্ষকেরা খাতা জমা নিচ্ছে। পরীক্ষা  ভাল না হওয়ায় কক্ষের মধ্যেই বেঞ্চ ভাংচুর করে । বাহিরে বের হয় পরে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত ছাত্ররা রাস্তায় কয়েকটি অটো ভাংচুর  করে । অটো ভাংচুরের সময় ফয়সাল আহমেদ সরকার নামক ছাত্রকে আটক করে ।

ছাত্র আলী ফয়সাল ধ্রুব জানায়, উচ্চতর পরীক্ষায় শিক্ষকেরা কড়া ভাবে গার্ড দেয়ায় ভাংচরের ঘটনা ঘটিয়েছে ।

জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন মিয়া ও দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর ভট্টাচার্য্য ও পুলিশের কর্মকর্তার উপস্থিতিতে উভয় ছাত্রের অভিভাবকে ডেকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয় ।

Spread the love