বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে উপানুষ্ঠানিক প্রাথমিক শিশুদের জন্য উপবৃত্তির দাবীতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

দিনাজপুর থেকে শামীম রেজা : রোববার উপানুষ্ঠানিক প্রাথমিক শিশুদের জন্য উপবৃত্তির দাবীতে এ্যাডভোকেসী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় দিনাজপুর ‘‘মঙ্গল ধ্যান’’ কারিতাস মিলনায়তনে আলোঘর ও ইইউ প্রকল্পের সহযোগিতায় এ্যাডভোকেসী সভায় পুর্ণ চন্দ্র রায় এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সিদ্দারাতুল ইসলাম বাবু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি মুর্মু, অনিতা সরেন, মোঃ আজাহার আলী প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক শিশুদের বৃত্তি প্রদানের পাশাপাশি উপানুষ্ঠানিক প্রাথমিক শিশুদের উপবৃত্তি প্রদানের জোর দাবী জানানো হয়েছে প্রাথমি ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। কারণ উপানুষ্ঠানিকে যে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে তারা অতি দরিদ্র ঘরের মানুষ। তাদের বাদ দিয়ে শিক্ষা আলো কখনই বাস্তবে রূপ নিবে না। আমাদের এই দাবী সরকারের মন্ত্রণালয়কে এগিয়ে আসার অনুরোধ করছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর ইভা মুর্মু। এ সময় প্রকল্পের শিক্ষা কেন্দ্রের কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love