শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে একদিনে আরো ৩৬ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৮০

সাহেব, দিনাজপুর ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির গৃহীত কর্মসুচীর অংশ হিসেবে ৯ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার পরিষদ চত্বরে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। এ সময় উপস্থিত জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, সহ সভাপতি মোঃ শামীম সুমন, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দুু রায়, দপ্তর সম্পাদক মোঃ আবু নাসের সাদ্দামসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, স্বাভাবিক ও শান্তিপূর্ন জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা চাই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর। গাছবিহীন এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে ও গাছকে নিয়ে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ সব প্রাণসত্তার জন্যই তা ঝুকি ও উতকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটাতে পারে।

Spread the love