শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের মাসিক সভা অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শিশুশ্রম প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোহেল আরমান রাকিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত মাসের বাস্তবায়িত কাজের পর্যালোচনা ও আগামী দিনে কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির কাজে সার্বিক সহযোগিতা করায় শিশুশ্রম প্রতিরোধ কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানানো হয়।
সভায় শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য মো. শের আলী, মাহবুুবুল হক খান, মহিউদ্দীন পাশা, শামসুন নাহার, শাহনাজ, ফাতেমা, ময়না, লাকি, সুফিয়া, নাসিমা, নাসিমা আক্তার স্বপ্না, বেবী, শশীসহ ওয়ার্ল্ড ভিশনের সহায়তকারী বেনজির আলী ও নাঈমা আলী উপস্থিত ছিলেন।
এদিকে ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম প্রতিরোধ কমিটির কাজে সার্বিক সহযোগিতার জন্য দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাসার, সহকারী পরিচালক মো. নাজিম আহম্মেদ, লেবার ইন্সপেক্টর মো. হুমায়ূন আহম্মেদ, দিনাজপুর আঞ্চলিক কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তফিজুর রহমান, লেবার ইন্সপেক্টর মো. আবুল খায়ের, মো. টিপু সুলতান, মো. জাহাঙ্গীর আলমসহ উক্ত দপ্তরদ্বয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়।

Spread the love