বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিন উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান

DINAJPUR-Robindroকাশী কুমার দাশ, ষ্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্প কলা একাডেমী মাঠ চত্বরে জেলা শিল্প কলা একাডেমী দিনাজপুর ও জাতিয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর আয়োজনে রবীন্দ্র মেলা – ২০১৪ ও প্রভাতী অনুষ্ঠান সহ দিনব্যাপী অনুষ্ঠান চলে।

জাতিয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কলচারাল অফিসার আসক-উদ-দৌলা জুয়েল। অতিথিবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কাজী বোরহান, মোঃ শফিকুল ইসলাম, মাসুদ, মোস্তাফিজ, মানস ভট্টাচার্য্য, সনদ চক্রবর্তী। রবীন্দ্র সংগীতের প্রভাতী অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক নুরুল মতিন সৈকত। এছাড়া ছবি আঁকা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন শেষে রবীন্দ্রনাথের সংগীত চিন্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন বাংলা ও বাঙালীর অহংকার বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কালজয়ী কবি। বাংলা সাহিত্য এবং বাঙালীকে বিশ্ব দরবারে উচ্চ মর্যাদার আসনে বসিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই বাংলা সাহিত্যকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালীর প্রতিটি হৃদয়ে যুগে যুগে কালের কবি হিসেবে স্মরণিয় হয়ে থাকবে।

 

Spread the love