বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে কৃষকের মাঠ দিবস অুনষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষে কৃষি যন্ত্র ব্যবহারে কৃষকের মাঠ দিব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুর গম গবেষণা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী ইসলাইল হোসেন।

বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষে কৃষি যন্ত্র ব্যবহারে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের কৃষি প্রকৌশলী জাকির মোঃ হোসেন, চিফ অপারেটর হাবিবুর রহমান ও যান্ত্রিক কৃষক ডা. আনোয়ার হোসেন।

মাঠ দিবসে বক্তারা বলেন, স্বাভাবিকভাবে গম ও ভুট্টা চাষ করে  যেখানে বিঘা প্রতি ১২ থেকে ১৩ মণ ফলন পাওয়া যায়। সেখানে বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষ করে বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ ফলন পাওয়া যায়। তাছাড়া বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষ করলে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পায় ফসল। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষক এই মাঠ দিবসে অংশ  নেয়। পরে কৃষকদের মাঠ পরিদর্শন করা হয়।

Spread the love