শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কৃষি তথ্য বিসত্মারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর হর্টিকালচার সেন্টারের হলরম্নমে ঢাকাস্থ খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিস আয়োজিত জেলা কৃষি তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেমিনারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ারম্নল আলম। জেলা কৃষি তথ্য ও যোগাযোগ অফিসার সাদিয়া আফরোজ সোমা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার সত্যব্রত সাহা। সেমিনারের দ্বিতীয় পর্বে ঢাকাস্থ আইএআইএস প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর অঞ্জন কুমার বড়ুয়া’র সভাপতিত্বে প্রিন্ট ও আইসিডি মিডিয়ায় কৃষিতত্ত্ব বিসত্মারে ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ আবু সায়েম এবং টেলিভিশন ও রেডিও মিডিয়ায় কৃষি তথ্য বিসত্মারে প্রবন্ধ পাঠ করেন ঢাকাস্থ খামারবাড়ী উপজেলা কৃষি অফিসার শামীম আশরাফ। সেমিনারে দিনাজপুরের ১৩ উপজেলার কৃষি কর্মকর্তারা অংশ নিয়ে উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ারম্নল আলম বলেন, কৃষি তথ্য বিসত্মারে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। এজন্য সারাদেশে দশটি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি বিভাগকে ডিজিটালের আওতায় আনায় দেশের প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি বলেন, দিনাজপুরের কৃষকরাও কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে এর সুফল পাবে।

Spread the love