শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে গাজা ব্যবসায়ীকে এক বছর কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে গাজা বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ।

সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক ব্যবসায়ীর সম্মুখে এই কারাদন্ড প্রদান করেন ।

মাদক ব্যবসায়ীর নাম মাহবুবুল রহমান (৩৫) সে সদরের ঈদগা বস্তির আব্দুর সোবাহান আলীর ছেলে ।

ডিবি পুলিশ এটি এস আই নববই মোকছেদুজ্জামান জানান , মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমানকে টুকরো টুকরো  কাগজে মোড়ানো গাজার পুটলিসহ ২শত ২৫ গ্রাম গাজাসহ সদরের এলজিইডি মোড়ে গাজা বিক্রির সময় হাতে নাতে তাকে আটক করা হয় ।

তিনি আরোও জানান, এই মাদক ব্যবসায়ীকে আটক করার জন্য ছয় মাস ধরে চেষ্ঠা করে গাজাসহ আটক করা হলো । ভ্রাম্যমান আদালতের রায়ের পর সরাসরি দিনাজপুর  জেলা কারাগারে প্রেরন করা  হয়েছে ।

মাদক ব্যবসায়ী মাহবুবুল রহমান উপজেলা নিবার্হী কর্মকর্তার আদালতে গাজা ব্যবসা ও গাজা সেবনে দীর্ঘ দিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেন ।

Spread the love