শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অপূরণীয় সফলতা রেখে কাজ করে যাচ্ছে। সারাদেশের প্রত্যেক শিক্ষার্থী বিনামুল্যে বই পেয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তিনি আরও বলেন, এখন সুইপাররাও তাদের পেশা থেকে হটিয়ে সন্তানদের শিক্ষার আলো পৌছে দিচ্ছে সরকারের পাশাপাশি এনজিওগুলোর মাধ্যমে।

৮ এপ্রিল বুধবার দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে গ্রাম বিকাশ কেন্দ্র’র আলো প্রকল্প কর্তৃক বালুবাড়ি সুইপারপট্টিস্থ শিশু বিকাশ কেন্দ্র’র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে গ্রাম বিকাশ কেন্দ্র দিনাজপুর অঞ্চলের সিডিএফ আয়নুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মায়নুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন। এছাড়াও উক্ত স্কুলের শিক্ষিকা আতিয়া সুলতানার পরিচালনায় ২২জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি।

Spread the love