শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

Eayদিনাজপুর প্রতিনিধি: গতকাল শনিবার দিনাজপুর চক্ষু হাসপাতালে রাজারামপুর গ্রামের মরহুম নুরুল হুদা চৌধুরীর পরিবারের সদস্য মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) ও মমতাজ হাসান চৌধুরীর সার্বিক পরিবালনায় ফুলাবড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন ও তার আশেপাশের ইউনিয়নের দরিদ্র, হতদরিদ্র, গরীব, অসহায় পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত জনগনকে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়। চক্ষু ক্যাম্পে আপারেশন করেন বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও গাউসুল আযম চক্ষু হাসতালালের চক্ষু সার্জেন ডা. শহিদুল ইসলাম খান ও হাসপাতালের বিশিষ্ঠ চিকিৎসকবৃন্দ। চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বাদশা চৌধুরী বলেন, চখের আলো নাই যার তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের যত্ন নেওয়া বিশেষ প্রয়োজন। চোখের কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা দরকার। উল্লেখ্য উক্ত চক্ষু আপারেশন ক্যাম্পে প্রায় ৭০ জন দরিদ্র মানুষের চক্ষু  বিনামূল্যে আপারেশন  করা হয়।

Spread the love