শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জন্ম নিবন্ধন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Pic-Dinaj_Nibondonদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা পস্নান ইনটারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হামিদুল হক, পস্নান’র দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, দিনাজপুর ব্র্যাকের প্রতিনিধি মোঃ মহসিন আলী, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরম্নল ইসলাম, পস্ন্যান দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের কমিউনিকেশন কো-অর্ডিনেটর মাহিদুল ইসলাম, দিনাজপুর পৌরসভা, ব্র্যাক, আরডিআরএস, আল ফালাহ উন্নয়ন সংস্থা, এমবিএসকেসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হামিদুল হক’র সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফাকুর রহমান’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পস্নান’র দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ব্র্যাকের প্রতিনিধি মোঃ মহসিন আলী, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরম্নল ইসলাম প্রমূখ। সভায় জেলা প্রশাসক জানান, দিনাজপুরে শতভাগ জন্ম নিবন্ধন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের ৩ জুলাই পর্যমত্ম দিনাজপুরে জন্ম নিবন্ধন রেজিস্ট্রি করা হয়েছে ৩২ লাখ ৬৬ হাজার ৬৮৯ জন। জন্ম নিবন্ধন সনদ একটি শিশুর রক্ষা কবচ। তাই প্রতিটি শিশু ও নাগরিকের জন্ম সনদ নিশ্চিত করতে হবে। জনগনের ভোগান্তি লাঘবে জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও সংশোধনে সব ধরনের জটিলতা নিরসন করা হবে। সকলকে জন্ম নিবন্ধন সনদ গ্রহন করার আহবান তিনি।

Spread the love