শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১০ জুন বৃহস্পতিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিট আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সাবেক সভাপতি সিনিয়ার এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডঃ মোঃ খয়রাত আলী, এ্যাডঃ ইমাম আলী, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডঃ সিরাজুল ইসলাম (২), এ্যাডঃ মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারী এ্যাডঃ মোঃ আইনুল হক, এ্যাডঃ মাহাফুজ আলী চৌধুরী, এ্যাডঃ আনোয়ারুল আজিম খোকন, এ্যাডঃ আবু মাসউদ ওবায়দুল্লাহ তারেক, এ্যাডঃ মোঃ তারেকুল ইসলাম তারেক, এ্যাডঃ ফখরুদ্দীন আলী আশরাফ রঞ্জু, এ্যাডঃ বরকত আলী। সঞ্চালদের দায়িত্ব পালন করেন এ্যাডঃ মোঃ কবির, বীন গোলাম চ্যার্লী। বক্তারা বলেন, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা সর্বভৈমত্যকে প্রতিষ্ঠিত করে গেছে। এছাড়া তিনি এদেশের অর্থনীতিক মুক্তির জন্য খাল খননের মধ্য দিয়ে সবুজ বিপ্লব করেছেন। শিল্পের বিকাশ ঘটিয়েছেন। তারই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য তারেক রহমানকে বাংলাদেশের মানুষ স্বেচ্ছায় নেতৃত্বের আসনে বসিয়েছে। আমরা চাই অবিলম্বে তারেক জিয়াকে এদেশে ফিরিয়ে আনা হউক এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হউক। শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love