শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জাসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

কাশী কুমার দাশ, স্টাফ রিপোর্টার ॥ গত ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা দিনাজপুর কালিতলাস্থ পৌর মার্কেট জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ ইমামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত একটি রাজনৈতিক সংগঠন। মুক্তিযুদ্ধের পরবর্তিকালে শোষনমুক্ত সমাজের অঙ্গীকারের স্বপ্ন বাস্তবায়নে সমাজতান্ত্রিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রতিষ্ঠা হয়। ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যার পরবর্তিকালে পট পরিবর্তনে জাসদ সমাজতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় গণতান্ত্রিক সংগ্রামে শরিক হয়। জিয়া ও এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলে। ১৯৯০ সনের পট পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাতীয় গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করে। অপরদিকে বিএনপি জামাতের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়ীক শক্তির বিরুদ্ধে একটি অসাম্প্রদায়ীক সমাজতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে ২০০৮ সালে ১৪ দলের গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক সংগ্রামের অঙ্গীকারে ১৪ দলের সরকারকে সমর্থন করে। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আজিজুল ইসলাম রাজুল, কোতয়ালী থানা জাসদের সভাপতি শহিদুল ইসলাম শহিদুল্লাহ ও নবাবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মোঃ কামরুজ্জামান। সভায় বক্তারা গতকাল শনিবার ঢাকায় আজিজ মার্কেটের জাগৃতি প্রকাশনার কর্ণধার মুক্ত চিন্তার লেখক ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

Spread the love