শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জনসেবা সপ্তাহ’র উদ্বোধন

Jono Shabaদিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জনসেবা সপ্তাহ-২০১৪ উপযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীসহ সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২২ জুন রোববার সকাল সাড়ে ৯ টায় জনসেবা সপ্তাহ-২০১৪ উপযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীর উদ্বোধন ও নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম’র সঞ্চালনায় এবং ‘‘টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার’’ শ্লোগানকে সামনে রেখে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। উক্ত কর্মসূচীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু রায়হান মিঞা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মাশফাকুর রহমান, আনম আবুজর গিফফারী, আব্দুল হালিম  টলষ্ট্রয়, ওয়াহিদা খানম, উম্মে রুমানা তুয়া, মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, সানজিদা ইসলাম, মোছাঃ আফরোজা খাতুন, মোবারক হোসেন পারভেজ, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোঃ সামসুদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  ডাঃ মোঃ দিদারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ২৩ জুন সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় বাতায়ন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এছাড়াও উপজেলা পর্যায়ে একই কর্মসূচী সপ্তাহব্যাপী পালন করা হবে।

Spread the love