শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাস্কফোর্স কমিটির বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Birampurদিনাজপুর প্রতিনিধি : ‘‘তামাকের উপর কর বাড়াও, রোগ-মৃত্যুর হার কমাও’’ -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা ট্রাক্সফোর্স কমিটি আয়োজিত দিনাজপুর সিভিল সার্জন অফিস, তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও ডেভেলপমেন্ট্ কাউন্সিল ডিসি বিরামপুর দিনাজপুর এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ট্রাক্সফোর্স কমিটির সভাপতি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ মোশায়ের-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ রম্নহুল আমিন ও ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) বিরামপুর এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশে এক টাকায় ৩টি বিড়ি পাওয়া যায় অথচ ১ টাকায় দুটি চকলেট পাওয়া যায় না। তামাকের উপর এমনভাবে কর বাড়ানো উচিৎ যাতে করে তামাক পন্যের দাম নিশ্চিতভাবে বাড়ে। এর ফলে নতুন ধুমপায়ী কম তৈরী হবে, ধুমপান ত্যাগের সংখ্যা বৃদ্ধি পাবে। সরকারের রাজস্ব আয় বাড়বে, স্বাস্থ্য ও পরিবেশ খাতে ভুর্তুকি হ্রাস পাবে।

Spread the love