শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে তথ্য মেলা’র উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেদেশ যত বেশি তথ্য প্রযুক্তি নির্ভর সে দেশ তত উন্নত। তথ্য ছাড়া বিশ্বের অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। আমরা জানি বর্তমান যুগে তথ্যই শক্তি। আমরা বিশ্বাস করি, তথ্য প্রযুক্তির চর্চার মাধ্যমে আমাদের প্রজন্ম নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে যাবে।

গতকাল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রঙ্গনে মানব কল্যান পরিষদ (এমকেপি) ঠাকুরগাঁও এর আয়োজনে এবং ডিয়াকোনিয়া’র অর্থায়নে দিন ব্যপী তথ্য মেলা-২০১৫’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। তথ্য মেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), মমতা পল্লী উন্নয় সংস্থা, এসইউপিকে, কাঞ্চন সমিতি, বিজল নারী উন্নয় সংস্থা, ৪নং শেখপুরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মানব কল্যাণ পরিষদ সারা দিনব্যাপী স্টলে সাধারণ মানুষকে তথ্যে মাধ্যমে সচেতন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্যা দিপ্তী রানী রায়, জ্যোস্না রানী রায়, কুলসুম বানু এবং এমকেপি প্রতিনিধি আসমা বেগম। এছাড়া দুটি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী তথ্য মেলায় প্রচুর দর্শক অংশগ্রহণ করে।

Spread the love