শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নগর খাদ্য উৎপাদন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : ‘শহরের বসত ভিটা করলে চাষ-খাদ্য ও পুষ্টি মিলে বার মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নগর খাদ্য উৎপাদন দিবস-২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দিনাজপুর পৌরসভার নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ (ইউপিপিআর) প্রকল্প’র উদ্যোগে দিনাজুপর লোকভবন থেকে এক বর্ণাঢ্য ব্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লোকভবন মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পৌর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পৌরসভার কাউন্সিলর, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মীসহ অন্যান্য অতিথি অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে লোকভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবক্দুস সবুর’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রতাব চন্দ্র বিশ্বাস, ডিএই’র উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সত্যব্রত সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিডিসি নেতা ঝর্না রানী দাস, অমল দাস, ক্লাস্টার নেতা ও অপরাজিতা ক্লাস্টারের চেয়ারপার্সন মনোয়ারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপিপিআর প্রকল্পের টাউন ম্যানেজার মাহমুদা খানম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Spread the love