শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নবরুপী’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সমাপ্ত

NoboRupi-02দিনাজপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিয্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরম্নপী’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। সমাপনী দিনের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, ৫০ বছর পূর্তি উপল সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, গুনিজনদের সম্মাননা  ক্রেষ্ট প্রদান, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবরুপীর সভাপতি আব্দুস সামাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলা’র উপদেষ্টা শামসুল হুদা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবরুপীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী বোরহান, সাবেক সভাপতি তাহমিদ আহমেদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবরুপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ। বক্তব্য রাখেন ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক বিমল কুমার দেব ও অনুষ্ঠান উপস্থাপনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুজ্জামান, সদস্য হারুনুর রশিদ রাজা ও নিজাম উদ্দিন রয়েল। অনুষ্ঠানে উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মেহেরুল্লাহ বাদল, শাহে মবিন জিন্নাহ, ইসলাম নুর, আলতাফ আলী চৌধুরীসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘নবরুপী’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন নবরুপীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী বোরহান। পরে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি এটিএন বাংলা’র উপদেষ্টা শামসুল হুদা, বিশেষ অতিথি নবরুপীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী বোরহানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। সব শেষে নবরুপীর নিজস্ব শিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাঙস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ও অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা কর হয়।

Spread the love