শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নাশকতাকারী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু

সাহেব,দিনাজপুর : পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপকারী তথা নাশকতাকারী ও মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারে ২৮ ফেব্র“য়ারী শনিবার দিনাজপুর কোতয়ালী পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। অবরোধ ও হরতালের নামে পেট্রোল বোমা নিক্ষেপে, ভাংচুর, ট্রাক বাসে অগ্নিসংযোগের অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানায় ৬টি মামলায় প্রায় ১১৪৬ জন ব্যক্তির বিরুদ্ধে এবং প্রায় ১শ ৫০ জন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৪৬ জন এজাহারনামীয় ও ১ হাজার জন মাদকদ্রব্যসহ সন্দেহভাজন আসামী। গ্রেফতার হয়েছে ৭২ জন। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, পেট্রোল বোমা, ককটেল নিপেকারী ও নাশকতাকারীরা নিরাপদ স্থান হিসেবে মাদকদ্রব্য বিক্রির স্থান গুলো বেছে নিয়েছে। অন্যদিকে মাদক ব্যবসায়ীরা হরতাল অবরোধের সুযোগ নিয়ে দমসে মাদক ব্যবসা শুরু করেছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত এলাকা দিনাজপুরের মির্জাপুর, রেলকোলনী, বালুবাড়ী মেথরপট্টি, কালুর মোড়, রামসাগর, সুকসাগর, সুইহারী গোসাইপুর, দিনাজপুর মেডিকেলের পিছন লম্বাপাড়াসহ দণি কোতয়ালীর বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চালিয়ে ব্যাপক পরিমান ফেন্সিডিল, মদসহ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বিগত ৫৪ দিন ধরে অবরোধ ও হরতালের অন্তরালে নাশকতা প্রতিহত করার চেষ্টায় পুলিশের ব্যস্ততায় মাদক ব্যবসায়ীরা তৎপরতা শুরু করে। মাদক ব্যবসায়ীদের তৎপরতা প্রতিহত করতে পুলিশ সুপার মোঃ রুহুল আমীন দিনাজপুর কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান পিপিএমের নেতৃত্বে নাশকতাকারী ও মাদক ব্যবসায়ীসহ সেবনকারীদের গ্রেফতারে বিশেষ টিম অভিযান শুরু করেছে।

Spread the love