শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নাশকতার অভিযোগে ৯ জামায়াত-শিবির ক্যাডার গ্রেফতার

দিনাজপুরে পুলিশের অভিযানে নির্বাচনী সহিংসতা, ভাংচুর ও নাশতামূলক কর্মকান্ডের অভিযোগে দায়েরকৃত মামলার ৯ পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্টোলরুম সূত্রে প্রকাশ, আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ডিবি পুলিশ পরিদর্শক রেদওয়ান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ওইসব চাঞ্চল্যকর মামলার পালিয়ে থাকা ৯ জামাত-শিবির ক্যাডারদের গ্রেফতার করে আদালতের মধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর নশরতপুর গ্রাম থেকে ১২ টি মামলায় অভিযুক্ত পলাতক আসামী জামাতের রোকন, আফজালুর রহমান মানিক (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া ওই গ্রাম থেকে শিবির ক্যাডার মোকাররম হোসেন (২৪), জয়নাল আবেদিন (৩০), হাবিবুর রহমান (২৪) ও ফারুক হোসেন (২২) কে আটক করা হয়। খানসামা উপজেলার পাকেরহাট থেকে জামাত কর্মী ফজেল হক (৪২) আমজাদ আলী (৪৮), হারুনুর রশিদ (৩৫) ও শিবির ক্যাডার শাহজাহান (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাশতকামূলক মামলার আসামী হিসেবে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মধ্যেমে জেল  হাজতে প্রেরণ করা হয়।

Spread the love