মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন

মনজিদ আলম শিমুল, ফুলাল প্রতিনিধি :পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক।

২২ জুন বুধবার সকালে শহরের সুইহারীস্থ্য টিসিবি পণ্য বিতরণের অস্থায়ী দোকানের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ,এসি ল্যান্ড সাথী রানী দাস,শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হানুল কবীর সোহাগ.পিআইও মো জসিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ দিলন,টিসিবি ডিলার কানাইলাল গুপ্ত ও রেজওয়ানুল হাসান রাহাত প্রমুখ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগেই দেশের প্রায় এক কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারের ভর্তুকি মুল্যে টিসিবির পন্য তেল,ডাল,চিনিসহ অন্যান্য পন্য লিডারের মাধ্যমে বিক্রয় করা হবে। ্এলক্ষে দিনাজপুরেও ৩ লাখ ৩২ হাজার ৬৫৮জন কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে টিসিবির পন্য বিতরণের মাধ্যমে জেলা ১৫-২০ লাখ মানুষকে উপকারভোগীর আওতায় অনা হবে।

সংশ্লীষ্ট সুত্রে জানা গেছে,এবারের কর্মসুচীর আওতায় জেলা ও জেলা সদরের ১২টি ওয়ার্ডের কার্ডধারী নারী-পুরুষের মধ্যে প্রত্যেক কার্ডধারীকে সরকারের ভর্তুকীমুল্যে ২ লিটার সোয়াবিন তেল,২ কেজি মসুরের ডাল এবং ১ কেজি চিনি প্রদান করা হবে। উল্লেখ্য,উদ্ধোধনী দিনে দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৮৭১ জন কার্ডধারী স্বল্প আয়ের নারী পুরুষের মাঝে তেল,ডাল ও চিনি সরকারের ভর্তুকিমুল্যে বিক্রয় করা হবে।

Spread the love