শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারীর রাজনৈতিক শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

জিন্নাত হোসেন ॥ বেসরকারী সাহায্য সংস্থা পল্লীশ্রী দিনাজপুর আয়োজনে ও অক্সফার্ম এর সহায়তায়  “নারী নেতৃত্ব, নারীর রাজনৈতিক বর্তমান অবস্থা এবং উত্তরণ প্রসঙ্গ” এক শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে পল্লীশ্রী’র লেট হার ডিসাইড এন্ড পার্টিসিপেট প্রকল্পের আয়োজনে “নারী নেতৃত্ব, নারীর রাজনৈতিক বর্তশান অবস্থা এবং উত্তরণ প্রসঙ্গ” শীর্ষক গোল টেবিল বৈঠকে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। দিনাজপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. মাসুদুল হক এর লেখা ধারনা পত্র নারী নেতৃত্ব, নারীর রাজনৈতিক বর্তমান অবস্থা ও উত্তরণ প্রসঙ্গ পাঠ করেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহিনা পারভীন। ধারনা পত্রের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন হাবিপ্রবির অধ্যাপক ড. সাইফুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, জেলা চেঞ্জমেকার কমিটির সভাপতি শাহজাহান শাহ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান উদ্দীন, সেক্টর কমান্ডারস ফোরামের আবুল কালাম আজাদ, সাংবাদিক গোলাম নবী দুলাল, মোর্শেদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সাবেক মহিলা এমপি রেজিনা ইসলাম, নারী নেত্রী আজাদী হাই, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, সফিকুল ইসলাম, আব্দুস সামাদ, শাহিন সুলতানা বিউটি, হবিবর রহমান বাদশা, সহিদুল ইসলাম, রবিউল আউয়াল খোকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীশ্রীর কর্মকর্তা শাহনাজ পারভীন। এছাড়া গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, সাংস্কৃতিক কর্মীসহ পল্লীশ্রীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজে দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা হলে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটি পরিবার থেকে এই পরিবর্তনের সুচনা করি।

Spread the love