বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পশুরহাট জমে উঠেছে

দিনাজপুর প্রতিনিধি্\ দিনাজপুরে বিভিন্ন পশুর হাটে প্রচুর পরিমানে গরম্ন-ছাগল-মহিষের আমদানী হয়েছে। ক্রেতাও বাড়ছে কিন্তু বিক্রি বাড়েনি।

তবে আজ থেকে বিক্রি বৃদ্ধির শেষ মূহুর্তে হাট জমে উঠবে বিক্রেতারা জানান। গতকাল বাজারে দেখা গেছে একেবারে বেশী দামের গরম্নর চেয়ে কম দামের ছোট পশু বেশী বিক্রি হয়েছে।

এদিকে কুরবানীর পশুর হটে বিক্রেতারা বলছেন ক্রেতা কম আর ক্রেতারা বলছেন দাম চড়া।

অন্যান্যবারের তুলনায় পশুর দাম কম থাকলেও নানা রোগে আক্রামত্ম গরম্নসহ বিভিন্ন পশু বাজারে বিক্রির জন্য আনা হচ্ছে। এসব রোগাক্রামত্ম গরম্ন ভারতীয় বলে জানা যায়।

 

বিরল বাজারের ইজারাদার জানান, গতকাল এই পশু হাটে মাত্র শতাধিক গরু ও প্রায় অর্ধ সহস্রাধিক ছাগল ক্রয়-বিক্রয় হয়েছে। তবে মঙ্গলবার হাট পর্যাপ্ত ক্রেতা বিক্রেতার আগমন ঘটবে এমনটি প্রত্যাশা করেছেন বাজার কর্তৃপক্ষ।

সীমান্তঘেষা বিরল পশু হাটসহ বিভিন্ন হাটে রোগাক্রামত্ম ভারতীয় গরম্ন বিক্রির আমদানী প্রচুর।

Spread the love