শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পৌনে ১৩ লক্ষ টাকা মুল্যের প্রত্ন পণ্য (কালো পাথর) ভাঙ্গা মূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ১২লক্ষ ৭৫হাজার টাকা মুল্যের একটি প্রত্ন পণ্য (কালো পাথর) মুর্তি উদ্ধার করেছে বিজিবি।

 

উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টায় উক্ত মুর্তি উদ্ধার করে।

 

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর জেসিও নায়েক সুবেদার মোঃ এনায়েত আলী জানান, মুর্তি পাচারের গোপন সংবাদ পেয়ে উপজেলাধীন পাইকপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে প্রত্ন পণ্য (কালো পাথর) মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবি‘র সেখান থেকে ২৫.৫০০ কেজি ওজনের ০১ টি কালো পাথরের ভাঙ্গা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মুর্তির আনুমালিক মূল্য ১২,৭৫,০০০/- (বার লক্ষ পচাঁত্তর হাজার) টাকা। প্রত্ন পণ্য (কালো পাথর) ভাঙ্গা মূর্তিটি শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love