শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ

Imamদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, সরকার দ্বীনি ইসলামের প্রচার ও প্রসারের পাশাপাশী আর্থ সামাজিক উন্নয়নে ইমাম সাহেবদের গড়ে তোলার কাজ করে যাচ্ছে। জঙ্গীবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইমাম ওলামাদের সোচ্চার ভুমিকা রাখতে হবে।  সারাবিশ্বে প্রমাণ করতে হবে ইসলাম শান্তির ধর্ম।

গতকাল সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুর আয়োজিত রানীগঞ্জ মোড়স্থ নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে ৭৮৮তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্মীয় প্রশিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৯ জেলা হতে আগত ৪৫ দিন ব্যাপী ১০০জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সভা পরিচালনা করেন ইমাম প্রশিক্ষন একাডেমীর ডাঃ শেখ শহিদ সোহরাওয়ার্দী।

Spread the love