শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফরমালিন, কীটনাশক ও বিষাক্ত হরমন মিশ্রিত আম-লিচু বাজারে

Furotফরমালিন, কীটনাশক ও বিষাক্ত হরমন মিশ্রিত আম-লিচু দিনাজপুর বাজার সয়লাব। না জেনে সাধারন মানুষ বিষ খাচ্ছে। নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সর্বস্তরের মানুষ। প্রতিরোধে কোন উদ্যোগ নেই প্রশাসনের। স্বাস্থ্য বিভাগ নিরব দর্শক! রাজধানীতে ফরমালিন প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করলেও জেলা শহর গুলোতে কোন তৎপরতা নাই। সাধারন মানুষ এখন ফল-মুল ও মাছ মাংসে আর বিষ খেতে রাজী নয়। তারাও এখন ফরমালিন প্রতিরোধে প্রমাসনের পাশে থাকলেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। দিনাজপুর শহরের বাহাদুর বাজারহ (এনএ মার্কেট) এলাকায় ব্যবসায়ী ও ভোক্তারা সম্মিলিত ভাবে ফরমালিন নিরিক্ষন মেশিন বসিয়েছে।মৌসুমী আম-লিচুর প্রচুর ফলন হয়েছে এবার দিনাজপুরে। এবার বৃষ্টি সময় মত  না হওয়ায় আম-লিচুর আকার হয়েছে অত্যন্ত ছোট। এছাড়াও অনাবৃষ্টির কারনে লিচু শুকিয়ে ঝোড়ে পড়ে যাচ্ছিল। ঝড়ে পড়ে যাওয়ার হাত থেকে লিচু রক্ষা করার জন্য এক যাতীয় বিষাক্ত হরমন ব্যবহার করেছে লিচুর বাগান মালিকরা। ফলে লিচু বাজারে আসলেও আকার অত্যন্ত ছোট এবং টক। এক কীট নাশক বিশেষজ্ঞ জানান, অকালে লিচু নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য এবং রং হওয়ার জন্য এক জাতিয় কীট নাশক ও হরমন ব্যবহার করা হয়েছে। যার ফলে লিচু ঝোড়ে পড়েনি এবং অকালে রং হয়েছে মাত্র। এটা আসল পাকা লিচু নয়। এসব লিচু এবং আম খাওয়ার অর্থই হচ্ছে বিষ খাওয়া। সাধারন মানুষের চোখে ধুলো দিয়ে বাজারে এসব বিষাক্ত লিচু বিক্রি করা হচ্ছে অবাধে। অকালে কীপ নাশক দিয়ে পাকানোর ফলে শুধু মাত্র রং হয়েছে কিন্তু মিষ্টি হয়নি। এসব লিচু বাজারে ১৫০ টাকা থেকে ১৭০ টাকা শ দরে বিক্রি করা হচ্ছে। এসব বিষাক্ত লিচু খেয়ে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা বেশী জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ওই কীট নাশক বিশেষজ্ঞের মতে এসব ফল খেয়ে শিশুরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এর ভয়াবহতা কত ভয়ানক তা একজন চিকিৎসক বিশেষজ্ঞ ও কীট নাশক বিশেষজ্ঞ ছাড়া কারো পক্ষে নির্নয় করা বা বুঝা সম্ভব নয়। রাজধানীতে ফরমালিন প্রতিরোধ জোরদার করায় দিনাজপুরে বিক্রি হচ্ছে ফরমালিন যুক্ত ফল-মুল। দামেও এখন অনেক কম। কারন জেলার বাইরে ফল-মুল পাঠাতে পারছে না। বিষাক্ত আম,লিচু, জাম রাস্তা ঘাটে অবাধে বিক্রি হচ্ছে। একই ভাবে পাকানো হচ্ছে বিভিন্ন জাতের আম। বেশ কিছু জাতের আম বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু এসব আম খেয়ে কোন সাধ পাওয়া যায়না বলে ক্রেতাদের অভিযোগ। কারন ওই একই ফরমুলায় কীট নাশক দিয়ে পাকানো হয়েছে। সাধারন মানুষকে মৃত্যুর হাত থেকে এবং জটিল রোগ থেকে বাচাঁতে দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহনের দাবী সাধারন মানুষের। এছাড়াও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ন দায়িত্ব তাকলেও স্বাস্থ্য বিভাগ নিরব দর্শকের ভুমিকা পালন করছে। অসাধু ফল ব্যবসায়ীরা মানুষকে বিষ কাইয়ে মোটা অংকের মুনাফ লুটে নিচ্ছে। দিনাজপুরের ফল খাওয়া নিয়ে সাধারন মানুষ প্রচন্ড ঝুকির মধ্যে পড়েছে। এসব বিষাক্ত ফল দিনাজপুর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। ফলে সারা দেশের মানুষ এসব বিষাক্ত মৌসুমী ফল খেয়ে বিপদগ্রস্থ হচ্ছে। সাধারন মানুষের প্রশ্ন কে রক্ষা করবে এসব বিষাক্ত ফলের হাত থেকে?

Spread the love