বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বার্ষিক কর্ম পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় ব্যবস্থাপনা পরিচালক

দিনাজপুর প্রতিনিধি : গত ২৯মার্চ শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দিনব্যাপী দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বার্ষিক কর্ম পরিকল্পনার অগ্রগতি  পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর,কুড়িগ্রাম,লালমনিরহাট,নীলফামারী ও গাইবান্ধা জেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক  মো. ইরফান আলী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মো. সগির হোসেন, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ), আ.আ.ম. আনোয়ারম্নজ্জামান, অতিরিক্ত পরিচালক (সোলার), সুফিয়া বেগম, যুগ্ম পরিচালক (এইচআরএম), নুর জাহান বেগম, যুগ্ম পরিচালক (এইচআরডি), মো. সফিউল ইসলাম, উপ পরিচালক (এইচআরএম) প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, পিডিবিএফ দরিদ্রের তথা সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কাজ করে এবং তাদের জন্যে কথা বলে।  ‘পিডিবিএফ আমার প্রাণের প্রতিষ্ঠান, সকলের প্রাণের প্রতিষ্ঠান’। প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে ঐকামিত্মক প্রচেষ্টা, আন্তরিকতা ও ভালবাসা নিয়ে কাজ করলে এটিকে অনেক দুর এগিয়ে নেওয়া সম্ভব। এ প্রতিষ্ঠানে সকল পর্যায়ে সহকর্মীগণের মধ্যে ভালোবাসা, টীম স্পিরিট ও কর্ম-বান্ধব পরিবেশ বিদ্যমান। এ প্রতিষ্ঠানে ৬টি প্রকল্পের কার্যাক্রম সুসংহতভাবে বাসত্মবায়নাধীন। চলতি অর্থ বছরে মাঠ পর্যায়ে দরিদ্র মানুষের জন্যে বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে ১,০০০ কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমূক্ত বাংলাদেশ গড়ার জন্যে সকলকমীকে আত্মনিয়োগ করার জন্যে তিনি আহবান জানান। পিডিবিএফ এর সকল স্তরের কার্যালয়কে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনায়নের লক্ষ্যে সকল উপজেলায় ডিজিটাল সিস্টেম চালু করা হবে। বিদ্যুৎহীন মানুষ ও বিদ্যুৎবিহীন এলাকার ঘরে ঘরে সৌরবিদ্যুতের আলো  পৌঁছে দেয়ার এক মহা পরিকল্পনা পিডিবিএফ গ্রহণ করেছে। মানব সম্পদের সুষ্ঠু ও যথাযথ ব্যবহার করার লক্ষ্যে তিনি সকল সহকর্মীর নিকট আহবান জানান। উন্নয়নের প্রতিটি সূচককে শক্তিশালী ও দৃঢ় করার জন্যে সংশ্লিষ্ট সকলের নিকট আহবান জানান। সবশেষে তিনি বলেন, পিডিবিএফ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। আমাদের কোনো তৃতীয় শক্তি নেই। আমরা সকলে মিলেমিশে এক টীমে কাজ করি ও  করব। কর্মশালায় ক্ষুদ্র ঋণ, সেলপ ও সোলার কার্যক্রমের লক্ষমাত্রা ভিত্তিক অগ্রগতি নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে আরো বেশী আন্তরিকভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

কর্মশালায় অন্যান্যগণের মধ্যে উপস্থিত ছিলেন মো. রেজাউন্নবী আকন্দ, উপ পরিচালক, ঠাকুরগাঁও, বেগম জুলিয়াত আরা, উপ পরিচালক, রংপুর, মো. আব্দুল মালেক উপ পরিচালক নাটোর, মো. আব্দুস ছাত্তার মল্লিক ঊর্ধ্বতন সহকারী পরিচালক  দিনাজপুর, মো. মোজাফফর হোসেন ঊর্ধ্বতন সহকারী পরিচালক (অডিট) দিনাজপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম ও বেগম রহমানিয়া পারভীন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে  সহকর্মী ও তাদের সন্তানদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন মানারাত ফারজানা জিম।

 

Spread the love