শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষন ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: সতর্কতা জানবো-ব্যবহারবিধি মানবো,বালাইনাশকের উপকার-ঘরে ঘরে আনবো’, এই শেস্নাগানকে সামনে রেখে ‘বালাইনাশক এর নিরাপদ ও বিচক্ষন ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা’ গতকাল শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। গোল্ডেন এগ্রো লিমিটেড’র আরএম মোঃ আবুল কালাম’র উপস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এসিআই ক্রপ কেয়ার’র মাষ্টার ট্রেইনার মোঃ আমিনুল হক, সেতু করপোরেশন লিমিটেড’র এসআর, ডিএসএফ মোঃ কাসেম আলী, ইষ্ট-ওয়েষ্ট ক্রপ কেয়ার’র জেডএম আল্লা রাখা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সেমকো’র টিএসএম মোঃ শরিফুল ইসলাম, বিসিপি দিনাজপুর’র সদস্য মাষ্টার মোঃ মিনহাজ উদ্দীন, বিসিপি দিনাজপুর’র সদস্য মোঃ জহুরুল ইসলাম শাহিন, ফারুক আহমেদ, মোঃ আনজেরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ নাজুমল হুদা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু বক্কর, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যাললয়ের শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরম্নতে প্রজেক্টরের মাধ্যমে সঠিক পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার, বালাইনাশকের ব্যবহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

উলেস্নখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, খানপুর উচ্চ বিদ্যালয়, ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়, মুরারীপুর উচ্চ বিদ্যালয় ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র এবং শিক্ষক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কর্মশালায় আগত শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ট কয়েকজন শিক্ষার্থীকে পুরষকার প্রদান করা হয়।

Spread the love