শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া ॥ বিএনপি নেতা মান্নান আটক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপির নেতাকর্মীরা শহরের কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। লিলির মোড় থেকে মিছিলটি বের হয়ে জেল রোড দিয়ে মডার্ণ মোড়ে গিয়ে শেষ করে। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় পুলিশ পিছন থেকে তাদের ধাওয়া করে। এ সময় অন্যান্য সব নেতাকর্মীরা পালিয়ে গেলেও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মুন্সিপাড়া হয়ে লিলির মোড়ে পৌঁছলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে। এছাড়া বাহাদুর বাজার ট্রাফিক মোড় থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি খন্ড মিছিল বের হয়ে পৌরসভার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মেষ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা, ২০ দলীয় জোটের শীর্ষ নেতাসহ আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

মিছিল ও সমাবেশে জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আসলাম হোসেন, তাতী বিষয়ক সম্পাদক মো. আলম শাহ, বিএনপি নেতা সাবেক ভিপি হামিদুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান শেবাল, বিএনপি নেতা আবু নাছার প্রধান, যুবদল নেতা মুখলেসুর রহমান বাবু, জেলা তরুন দলের সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু, বিএনপি নেতা মোশাররফ হোসেন, মো. সেলিম, ফজলে রাব্বি, শাহজালালসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Spread the love