বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিজিবি অভিযানে ২৩ লাখ টাকার মালামালসহ ৪ জন চোরাকারবারী আটক

দিনাজপুর প্রতিনিধি : রোববার ভোরে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল সদস্যরা অভিযান চালিয়ে ২২ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল, মাইক্রোবাসসহ ৪ জন চোরাকারবারীকে আটক করেছে।

ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবি’র টহলদল ফুলবাড়ীর ঢাকা মোড় এবং বিরামপুরের বেগমমোড়, মন্ডব, উত্তর দাউদপুর মাঠ ও মির্জাপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১টি মাইক্রোবাস, ৬টি ভারতীয় আইপিএস, ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ চোরাকারবারীকে আটক করে। এরা হলেন বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুরের মোঃ আফজাল হোসেনের পুত্র মোঃ নূর নবী (২৫) একই গ্রামের ছাদেক মুন্সীর পুত্র মোঃ আব্দুল হালিম (২৫) এবং রংপুর জেলার কামারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র মোঃ মিঠু (২৯) ও মুন্সিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩০)। উদ্ধারকৃত মালামালের মূল্য ২২ লক্ষ ৯৬ হাজার টাকা। আটক ২ জন করে ৪ জন চোরাকারবারীকে ফুলবাড়ী ও বিরামপুর থানায় সোপর্দ করে ২টি মামলা দায়ের করা হয়েছে।

Spread the love