শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য এবং আমদানী নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট আটক

দিনাজপুর প্রতিনিধি: গতকাল ১৫ ডিসেম্বর ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মোঃ ইয়াসিন মোল্লা, হাবিলদার মোঃ দুলাল মিয়া এবং হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী টহল পরিচালনা করে দিনাজপুর সদর থানাস্থ মোহনপুর ব্রীজ সংলগ্ন বিজিবি চেক পোষ্ট, বনতারা এবং বিরামপুর থানাস্থ বগরা এলাকা থেকে ২,০০০ টি বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট, ০৩ বোতল বিদেশী মদ, ০১ লিটার দেশী মদ, ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ বোতল লুপিকফ আটক করেছে। যার আনুমানিক সিজার মুল্য ৪৮,৫৫০/- (আটচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা। আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং ঔষধ সমূহ দিনাজপুর কাষ্টম্স অফিসে জমা করা হয়েছে।

Spread the love