শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৫ এর উদ্বোধন

দিনাজপুর থেকে রাশেদঃ গতকাল দিনাজপুর সরকারী কলেজের প্রাথমিক শাখায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আবৃতি, বিতর্ক, সাংস্কৃতিক উৎসব ২০১৫ এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিভাগীয় প্রধান পদার্থবিদ্যা বিভাগ দিনাজপুর সরকারী কলেজ এর সাহান আরা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ ও সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ দিনাজপুর সরকারী কলেজ এ.কে.এম আল আবদুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ কলেজের ছাত্রছাত্রীরা।

 

udbodhon-02আলোচনা সভা শেষে বিগত ২১শে ফেব্রুয়ারীতে দেয়ালীকা প্রস্ত্ততকারী বিজয়ী ছাত্রী জেরিন ফয়েজ বিভা, মুসফিকা জাহান মিতু, সুমাইয়া আক্তার বিন্থী ও আফিয়া জাহিন রোজা সহ মোট ১২জনের মাঝে পুরস্কার প্রদান করেন। পরে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৫এর প্রজেক্ট সমূহ পরিদর্শন করেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী প্রভাষক শেখ মাহাতাবুল হক মুকুট।

Spread the love