শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় যুব দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি\ দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর  লোকভবন চত্ত্বরে যুব দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, ও  যুব দিবসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার। এর পর যুব দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোঃ হামিদুল হকের নেতৃত্বে লোকভবlogoন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অংশ নেন যুব উন্নয়ন  অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দিনাজপুরের উপ-পরিচালক মোঃ ইরফান আলী চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, এবিএসডি’র নির্বাহী পরিচালক মোঃ মামুনুর রহমান জুয়েল, এবিএসডি’র নির্বাহী সদস্য ফটোসাংবাদিক মোঃ ইউসুফ আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, দিনাজপুর ক্লাবের সদস্য বৃন্দসহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন বেসরকারী সংগঠন। দ্বিতীয় পর্বে লোকভবন অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, এবং সনদপত্র, অনুদানের চেক, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক। যুব উন্নয়ন  অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দিনাজপুরের উপ-পরিচালক মোঃ ইরফান আলী চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মনোয়ার আলম প্রশিক্ষক (মৎস্য), ফারহানা সুলতানা সহ-প্রশিক্ষক (পুশুপালন) ও মোঃ রাজিউর রহমানের সঞ্চালনায় সফল আত্মকর্মী ও যুব সংগঠকের মধ্যে বক্তব্য রাখেন রণজিৎ কুমার সরকার, তরিকুল ইসলাম, ফরিদা পারভিন, আরজুমান বানু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব শক্তি-উন্নয়নের দৃঢ় ভিত্তি প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা সরকার।

Spread the love