শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মহিলা ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স সম্পন্ন।

জুলফিকার আলী দিনাজপুর : ১২ই এপ্রিল দিনাজপুর সুইহারী আনসার ও ভিডিপি অঞ্চলীক প্রশিক্ষন কেন্দ্রে ৬ সম্পাহ মেয়াদী ৪০ জন মহিলা ভিডিপি সদস্যাদের indexবেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্সের পরীক্ষা হয়ে সনদ পত্র প্রদান করা হয়।

দিনাজপুর আনাসর ও ভিডিপির উপ পরিচালক ও জেলা কমান্ড্যান্ট এ,কে,এম জিয়াউল আলম প্রশিক্ষন কোর্সের আধিনায়ক হিসেবে ছিলেন। প্রশিক্ষন কর্মকর্তা ও কোয়াটার মাষ্টার হিসেবে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজুল মোমিন প্রশিক্ষনের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগীয় প্রশিক্ষক মোঃ শরিফুজ্জামান, বহিরাগত  প্রশিক্ষক সা-আদ মুরশালীন, মাঠ প্রশিক্ষক হিসেবে ব্যাটালিয়ান আনসার মোঃ হুমায়ুন কবির ও মহিলা আনসার মোছাঃ রেজিনা আক্তার। উক্ত প্রশিক্ষন কোর্সে দিনাজপুর জেলার -২৮জন ও ঠাকুরগাঁও জেলার ১২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষন কোর্সের সেরা ৩জন প্রশিক্ষনার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষনার্থীদের যাতায়ান বাবদ ৬ শত টাকা করে প্রদান করা হয়। মহিলা ভিডিপি বেসিক কম্পিউটার প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষন সনদ গ্রহনে আত্ম কর্ম সংস্থানের সুযোগ পাবে বলে সূত্রে প্রকাশ।

Spread the love