শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Dinajpur Madakদিনাজপুর প্রতিনিধি : মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুব সমাজকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে রোধ করতে সামাজিক সচেনতা সৃষ্টি করতে হবে। তারা আজকের সমাজে ছাত্রদেরকেও এর হাত থেকে সরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, সমাজের ঝরে পড়া অনেক ছাত্র ও  যুব সমাজ অবৈধ মাদক পাচারে জড়িয়ে পড়ছে। এর থেকে রেহাই পেতে সামাজিক দ্বায়বদ্ধ থেকে সবাইকে সচেতন হতে হবে। তারা মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান। বক্তারা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান,ক্লাব ও মসজিদের ইমামকেও এ বিষয়ে সচেনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।

২৬ জুন বৃহস্পতিবার দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রায়হান মিঞা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর উপ-অঞ্চলের সহকারি পরিচালক মো. শাহ্-নেওয়াজ। সভায় মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুর সদর সার্কেল’র পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন্নবীর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, বিজিব-২’র অতিরিক্ত পরিচালক (অপারেশন) এ কে এম রায়হান হাফিজ প্রমুখ। আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র এএসপি আবু তারেক, সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অশ্রু, নুতন ভুবনসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা সামাজিক কর্মীবৃন্দসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে ৩টি গ্রুপে শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love