শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মাদারল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের লালবাগে মাদারল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রবি। এ উপলক্ষে স্কুল ক্যাম্পাসে আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। মাদারল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের উপদেষ্টামন্ডলীর সদস্য ও রাকাব’র সিনিয়র অফিসার মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম রবি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ গাজীউর রহমান, দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম শামসুন নাহার, কাঞ্চন বিএম কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, দিনাজপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষকা সুলতানা ফেরদৌসী, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, মাদারল্যান্ড স্কুল পরিচালনা কমিটির সদস্য ড. ওসমান গনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ জহির শাহ, মাদারল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের উপদেষ্টামন্ডলীর সদস্য  বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আমান উলস্নাহ আমান, স্কুলের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বীরগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল উদ্দীন, মাদারল্যান্ড স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মাহাতো প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাকে বানিজ্যিকিকরণ না করে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষর মাধ্যমে শিশুদের আধুননিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে উন্নত ও নৈতিক শিক্ষাও দিতে হবে যাতে তারা জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তবেই শিক্ষার মূল উদ্দেশ্য সাধিত হবে। বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বে শান্তিতে বসবাস করতে হলে শিক্ষা ও সংস্কৃতির লালন করতে হবে। আর শিক্ষা ও সংস্কৃতির লালন কেন্দ্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে এর সাথে সংশিস্নষ্ট সকলকে আমত্মারিকতার সাথে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্কুলের শিশু শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Spread the love