শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার বলেছেন, বর্তমান সরকার গত পাঁচ বছরে মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানীর ক্ষেত্রে বাস্তবধর্মী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র সংরক্ষণ, মৎস্য চাষ ব্যবস্থাপনা ও সম্প্রসারনের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। লাকসই ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধিতে সংশি­ষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য অধিদপ্তরের অধীনে স্বাদু পানির চিংড়ী চাষ সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়ে) আওতায় (২০১৩-২০১৪ অর্থ বছর) গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ বিষয়ক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার একথা বলেন। দিনাজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এ্যাসিস্টেন্ট মোঃ নুর আলী সরকার। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ওয়াজেদ আলী, মোছাঃ মনোয়ারা বেগম ও মোঃ তরিকুল ইসলাম। ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ২৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

Spread the love