শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রামদা ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিজিবি’র অভিযানে রামদা ও ৩৮৬ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রেফতারকৃত ২ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ২টায় বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, বিরল উপজেলার সীমান্তবর্তী ডুংডুংগী নামকস্থানে ২ বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও ১টি রামদাসহ ১ জনকে আটক করে। আটক ফেন্সিডিল বিক্রেতা বিরলের মেরাগাঁও গ্রামের আব্দুল গফুরের পুত্র আহম্মদ শাহ (৩২)।

 

একইভাবে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৬৬ বোতল ফেন্সিডিল, ১টি বাইসাইকেল আটক করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০ হাজার ৯৩০ টাকা।

 

এদিকে বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের বাঘমারা গ্রামের ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়।

 

আটক ফেন্সিডিল বিক্রেতা হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের হাফিজার রহমানের পুত্র রফিকুল (৩৫)কে থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার হ্লা হেন মং বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love