শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে লাইট হাউজের উদ্যেগে এইচআইভি-এইডস নিয়ে সেনসেটাইজেসন মিটিং অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৯জুন বুধবার সিভিল সার্জন কার্যালয়ের নার্সিং ইনস্টিটিউটের হলরুমে দিনাজপুর লাইট হাউজের আয়োজনে দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিটিটিআর, বি এর আর্থিক সহযোগিতায় প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি- পপুলেশন ইন বাংলাদেশ এর সেনসেটাইজেসন মিটিং অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সিভির সার্জন ডাঃ এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যবিভাগের সহকারী পরিচালক ডাঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ কাওসার আহম্মেদ, দিনাজপুর কোতয়ালী থানার এসআই মোঃ নুর আলম। বিষয় বস্তু নিয়ে আলোচনা করেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর এইডস/এসটিড প্রোগ্রামের কাউন্সিলর কাম এ্যাডমিনিষ্ট্রের মোঃ আরাফাত হোসেন। লাইট হাউজের চলমান কার্যক্রম তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন লাইট হাউজ দিনাজপুর ডিআইসি ম্যানেজার মোঃ জাহাঙ্গির আলম। মুক্ত আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়ির স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি দিনাজপুরের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, পৌর কাউন্সিলর মোঃ আবদুল্লাহ, মতিবুর রহমান বিপ্লব, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুল্লাহ আসাদ, এ্যাডঃ আব্দুর রহমান, ডাঃ সঞ্চিতা দাস ও সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু। বক্তারা বলেন, বর্তমানে হিজড়া জনগোষ্ঠী এইচআইভি-এইডস ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে তাদেরকে সচেতন করে চিকিৎসার আওতায় আনতে হবে। যদিও বাংলাদেশে এইচআইভি-এইডস এর ঝুঁকি কিছুটা কম থাকলেও পার্শবর্তী দেশ ভারতের কারণে আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। এইচআইভি সম্পর্কে সচেতন হউন, পরীক্ষা করুন, প্রতিরোধের ব্যবস্থা নিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।

Spread the love