বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শীতের আগমনে দ্রুত বদলে যাচ্ছে প্রকৃতি ও পরিবেশ

মোঃ বেলাল উদ্দিন, দিনাজপুর ॥ হিমেল হাওয়া উঁকি দিচ্ছে শীতের হাতছানি। কার্তিক মাস শুরু হতেই হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলার প্রকৃতি ও পরিবেশ দ্রুত পরিবর্তন ঘটতে শুরু করেছে। তাপমাত্রা দিন দিন নিম্নমুখী । বেলা ডোবার সাথে সাথে কুঁয়াশার সাথে আবৃত হতে থাকে দিনাজপুরের প্রকৃতি। অস্বস্তিকর গরম এখন আর নেই। সকালে চারদিকে কুয়াঁশার অপরূপ সৌন্দর্য্য, শিউলী ফুলের মেলা আর শিশির সিক্ত মাটিতে ঝড়া শিউলী ফুলের মালা, ঘাসের ডগায় শিশীর বিন্দু। শুধু তাই নয় চুলের ফাঁকে ফাঁকে শিশীরে জাল বোনা আর কুঁয়াশার চাদরে ঢাকা শীতের সকাল যেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গে শীহরনের ছোঁয়া দীয়ে যায়। পূব আকাশে সোনালী রোদের বিচ্ছুরিত পরশের সাথে হালকা চায়ে চুমুক আর ভাপা পিঠা অথবা চিতুয়া পিঠার হালকা সম্ভাষন কিযে ভালো লাগে তা শুধু অন্তর দিয়ে অনুভব করা যায়, ভাষা দিয়ে প্রকাশ করাটা যেন দূরহ। প্রকৃতি যেন শীতের সকালে অপুরূপ

রূপের ডালা সাজিয়ে বসে থাকে।   সে সময় মানুষের সাজ পোষাকে পরিবর্তন আসে, মানুষ সাজ পোশাকে হয়ে উঠে অপরূপ। সোয়েটার, চাদর আর পশমী কাপড়ের খোঁজে মানুষ ছোটাছুটি করছে বিভিন্ন শপিংমল, ষ্টোর আর পুরাতন কাপড়ের দোকানগুলোতে। কৃষকরা শীতকালীন ফসল আর শাক সব্জি চাষে ব্যস্ত হয়ে উঠেছে। সৌকিন মানুষরা নিচ্ছে প্রস্তুতি নানা রঙের কুলচাষে। পল্লী গ্রামে সাধারণ মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য কুড়ে ঘরের ছিদ্রগুলি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। সুদুর সাইবেরিয়া ঠান্ডা অঞ্চল থেকে ছুটে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। দিনাজপুরে শীতকালে মাত্রারিক্ত ঠান্ডা যেন এই এলাকার একটি ঐতিহ্য। শীতের মাত্রা বেশী না হলে দিনাজপুর যুগ যুগের ঐতিহ্য থেকে বঞ্চিত হয়ে যায়।

Spread the love