শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সংগীত শিল্পী গীতিকার সুরকারদের মিলনমেলা অনুষ্ঠিত হলো

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশিষ্ট গীতিকার সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক ও বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার এবং বেতার ও টিভি সংগীত শিল্পী মোঃ হাসান আলী শাহ্’র আয়োজনে অনুষ্ঠিত হল বিশেষ সংগীতানুষ্ঠান কথার খেয়ায় সুর।
বিশিষ্ট কবি সাহিত্যিক ও দিনাজপুর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র সাবেক উপাচার্য অধ্যাপক মোঃ রুহুল আমিন। বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শহিদুল ইসলাম খান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও শিল্পকলা একাডেমীর কালরাচাল অফিসার মীন আরা পারভিন ডালিয়া স্বাগত বক্তব্য রাখেন সুরকার মোঃ হাসান আলী শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক। দিনাজপুরের বরণ্য শিল্পী হাসান আলী শাহ, ডাঃ শহিদুল ইসলাম খান। আল বেরুনী রব তন, মোঃ আবু সাঈদ, শামীম আরা, বর্ণমালা ইসলাম প্রজ্ঞা, রাইসা তাসলিম, প্রশান্ত কুমার রায় ও হাফিজা শারমিন সুমী। তবলায় ছিলেন রানা কুমার পন্ডিত, লোটন সরকার, গিটারে ছিলেন, আক্তার হোসেন মার্শাল, ব্যাজ গিটারে কাওসার হাবীর কিশোর, অক্টপ্যাডে বিশ্বজিৎ দাস বোধন, কি-বোর্ডে সুরকার হাসান আলী শাহ। সঞ্চালকের দায়িত্ব পালণ করেন হারুন- উর-রশিদ ও শাহ নেওয়াজ পারভিন শাপলা। বক্তারা বলেন, গুনগত মানের সংগীত চর্চা করতে হবে আমাদের। দুজন গুনি মানুষের একক প্রচেষ্টায় এই সংগীত সন্ধ্যা সভার মন জয় করেছে। কারণ তারা যে সংগীত পরিবেশন করেছে তা তাদের হৃদয়ের খোরাক। আজকের এই শিল্পীরা একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। কিছু কিছু গান আছে যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা এ ধরনের সংগীত পরিবেশন দেখতে চাই।

Spread the love