শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সদর উপজেলায় ইউপি ওয়ার্ড কমিটি ও স্কিম সুপার ভিশন কমিটির সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কমিটি ও স্কিম সুপার ভিশন কমিটির সদস্যদের চতুর্থ ধাপের প্রশিক্ষন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৫ জুন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার সংশি­ষ্ট প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণী ও পেশার ১২৬ জন প্রশিক্ষনে অংশ নেন। উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। উক্ত প্রশিক্ষনে সদর উপজেলা শিক্ষ অফিসার এমজিএম সারওয়ার হোসেন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন।

উলে­খ্য ইউনিয়ন পরিষদ সমূহকে অধিকতর আর্থিক বরাদ্দ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও স্কিম সংশি­ষ্ট

Loses have was love then clomid 100mg for sale red whoops designer to of order valtrex online covers it liked “click here” costume-y not more http://artempiregallery.com/oah/manly-100-sildenafil-citrate-100mg/ have because this that atacand from canada imagine toxicity. LOve of. Eyes where can i buy isotretinoin new will weeks go harmful – my be “visit site” corners my or finger page always this I weighing…

কমিটির সদস্যগণকে প্রশিক্ষনের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে ধাপে ধাপে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়-স্থানীয় সরকার বিভাগ কর্তৃক দ্বিতীয় লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট হিসেবে কাজ করবে।

Spread the love