শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে কার্যক্রম শুরু

সাহেব, দিনাজপুরঃ দিনাজপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ব্যাপক তৎপরতা শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত করতে শুরু করা হয়েছে আলোচনা সভা। শহর জুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর শহরের বটতলী মোড়স্থ ৬নং ওয়ার্ড ও বিকেলে ৫নং ওর্য়াড ক্রিসেন্ট কিন্ডার গার্ডেন স্কুলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবী ও সুশীলসমাজকে নিয়ে পৃুথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডি,এস,বি) কাজেমউদ্দীন, ওসি তদন্ত আবুল হাসনাত খান, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, এসআই মোঃ জামাল উদ্দীন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। সভায় বক্তাগন গণসচেতনতা বৃদ্ধি করে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

Spread the love