শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে বাৎসরিক কনভেনশন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন এই প্রকল্প বাস্তবায়নের ফলে মেয়েরা তাদের অধিকার সম্পর্কে আগের চেয়ে এখন অনেক সচেতন হয়েছে। তারা পরিবারে ও সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার কাজ করছে। বিশেষ করে যুব নারীদের মাঝে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে শিশু বিবাহ সহ বিভিন্ন প্রকার সহিংসতা কমে আসছে। বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দেয়ার আজ সময় এসেছে।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসইউপিকে ও প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, বালিক ও যুব নারী ফোরাম, সুশীল সমাজ সংগঠনসমূহ, শিশু সুরক্ষা কমিটি ও ইউনিয়ন পরিষদের অংশ গ্রহনে বালিকা ও যুব নারীদের সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে বাৎসরিক কনভেনশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোবারক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন। প্রকল্প বিষয় আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার। যুব নারী ফোরামের পক্ষে প্রিয়া রায় ও এনজিও নেটওয়ার্ক এর পক্ষে মোঃ ইয়াকুব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোবারক হোসেন শাহ্, মোঃ রফিকুল ইসলাম ও কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। সভা পরিচালনা করেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসইউপিকের টেকনিক্যাল অফিসার মোঃ শরিফুদ্দিন আহম্মেদ।

 

 

 

Spread the love